সরকার দু-একজন জুনিয়র চিকিৎসকের মৃত্যু চাইছে!

বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলেন, সরকার দু একজন জুনিয়র চিকিৎসকের মৃত্যু চাইছে।

author-image
Tamalika Chakraborty
New Update
junior doctors protest ssssssssssssss


নিজস্ব সংবাদদাতা:  এর আগে তিনি জুনিয়র চিকিৎসকদের অনশন মঞ্চে গিয়েছিলেন। এবার জুনিয়র চিকিৎসকদের নিয়ে মুখ্যমন্ত্রীর কঠোর ভাষায় সমালোচনা করলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেন, রাজ্য সরকার দু-একজন জুনিয়র চিকিৎসকের মৃত্যু চাইছেন। 

শুক্রবার বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলেন, রকার সেভাবে রেসপন্স করছে না। সরকার চাইছে দু একজনের মৃত্যু। হলে তারপর হয়তো…রাস্তাটা খারাপ একটা বাচ্চা ছেলেকে ধাক্কা মারল..তারপর নজর পড়ল। জুনিয়র ডাক্তারের দাবিটা কোনও দাবিই নয়। আসলে সরকার বিভিন্ন দুর্নীতি একের পর এক ধরা পড়ে যাচ্ছে। ডাক্তাররা প্রতিনিয়ত হাসপাতালে থাকেন। তাঁরা চাইছেন এই অব্যবস্থার একটা সুরাহা করতে।তারা অসুবিধাগুলি তুলে এনেছে। সরকার চাইছে না যাতে এই দুর্নীতি সামনে না আসে। সরকার তো দমনপীড়ন চালাচ্ছে। যারা প্যান্ডেলে গিয়ে স্লোগান দিয়েছিল তাদের গ্রেফতার করেছে। আমি তো কোনও যুক্তি খুঁজে পাচ্ছি না। 

অন্যদিকে, ত্রিধারার মণ্ডপে স্লোগান দেওয়ার অপরাধে ৯জনকে পুলিশ গ্রেফতার করে। হাইকোর্ট এই নয় জনকে জামিনে মুক্তি দেন। হাইকোর্টের তরফে বলা হয়, "শর্ত হিসেবে, আর কোনও পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে প্রতিবাদ জানানো যাবে না। এমনকী রাজ্য সরকারের কার্নিভালেও ব্যাহত করতে পারে এমন ধরনের কাজ করা যাবে না।"

 tamacha4.jpeg