IMA-এর সভায় গো ব্যাক স্লোগান! শান্তনু সেন হাত জোড় করে ফিরে যেতে বললেন কাকে

উত্তরবঙ্গের লবির সুশান্ত রায়কে দেখেই গো ব্যাক স্লোগান ওঠে IMA সভায়।

author-image
Tamalika Chakraborty
New Update
েহেপোল

নিজস্ব সংবাদদাতা: গোষ্ঠী কোন্দলের জেরে কার্যত উত্তপ্ত হয়ে উঠল ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের পশ্চিমবঙ্গ শাখার সভা।  শান্তনু সেন ও সুশান্ত রায় গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসে। যদিও পরে হাত জোড় করে একে অপরের কাছে আবেদন করতেও দেখা যায়।  জানা সভা শুরুর আগেই উত্তরবঙ্গ লবিকে গো ব্যাক স্লোগান দেওয়া। উত্তরবঙ্গ লবির সুশান্ত রায়কে সভা থেকে চলে যেতেও বলা হয়। 

প্রসঙ্গত, রবিবার IMA-এর সাধারণ সভা ছিল।  সেই সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। আগামী দু’বছরের জন্য কয়েকটি পদে নির্বাচনের জন্য মনোনয়ন নেওয়ার কথা ছিল।  আরজি কর কাণ্ডের পর উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। সেখানে একাধিকবার সুশান্ত রায়ের নাম সামনে এসেছে। অন্যদিকে এই বৈঠকে উত্তরবঙ্গ লবির থেকে আসেন সুশান্ত রায়। তাঁকে দেখেই গো ব্যাক স্লোগান উঠতে থাকে। যখন আরজি কর কাণ্ডের পর এত ধরনের অভিযোগ উঠছিল, তখন তাঁরা কেন মুখ খোলেননি, তাঁরা কেন প্রতিবাদ করেননি? থ্রেট কালচারে নাম জড়িয়ে থাকারও অভিযোগ ওঠে।

 tamacha4.jpeg