নিজস্ব সংবাদদাতা: বার বার জুনিয়র চিকিৎসকদের হুমকি দিয়েছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। চিকিৎসকদের সংগঠন জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার কথা উত্থাপন করে হুমায়ুন কবীরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চিঠি লেখা হয়। পাশাপাশি হুমায়ুন কবীরের মন্তব্যের বিরোধিতা করে মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠানো হয়েছে।
কী বলেছিলেন হুমায়ুন কবীর?
একের পর এক হুমকি জুনিয়র চিকিৎসকদের দিয়ে আসছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। শেষে তাঁর বিরুদ্ধে FIR করা হয়। এই প্রসঙ্গে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'বহরমপুর মেডিক্যালের ডাক্তারদের চলাফেরার ওপর লক্ষ্য রাখছি। সরকারি বিল্ডিংয়ে থাকে, ঘুমায়, এসি-র হাওয়া খায়। সব লক্ষ্য রাখছি, আমার বিরুদ্ধে এফআইআর করেছে। জেল খেটে এসে, ৫০ হাজার লোক নিয়ে বহরমপুর মেডিক্যালে যাব।'
কবীর। তিনি বলেন, ‘‘ওদের যেমন আন্দোলন করার অধিকার আছে, বাংলায় তৃণমূলেরও ৩ কোটি ভোটার আছে। ১০ হাজার মাঠে নামলে কী হবে, তখন বুঝবে...।’’ তবে জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, হুমায়ুন কবীরের এই মন্তব্যের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সুপ্রিম কোর্টে হুমায়ুন কবীরের বিরুদ্ধে একের পর এক মন্তব্য রাজ্য সরকারকে অস্বস্তিতে ফেলবে , সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে।