এই মুহূর্তের তাজা খবরঃ এখনও মুখ্যমন্ত্রীর বাড়িতে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল! কখন বেরোবেন?

আরজি কর কাণ্ডে উত্তাল বাংলা।

author-image
Aniruddha Chakraborty
New Update
Meeting between Junior doctors and Mamata Banerjee

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জানা গিয়েছে, কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক শেষ হয়েছে জুনিয়র ডাক্তারদের। সূত্রে খবর, আজ রাতেই সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। এখনও মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে বেরোননি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। আপাতত মিনিটস লেখার কাজ চলছে। দু’তরফেই কিছু শর্ত রয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত,  মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে আসছে বাস। সেখান থেকেই বাসে উঠে বেরিয়ে যাবেন জুনিয়র ডাক্তাররা। ৫টি দাবি নিয়ে আলোচনা হয়েছে। এমনকি এই বৈঠক ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর। জানা গিয়েছে, হাসপাতালের পরিকাঠামো নিয়ে যে যে দাবি তোলেন জুনিয়র ডাক্তাররা, সেটা মেনে নিয়েছে রাজ্য সরকার। সুরক্ষার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই কালীঘাট চত্বরে ভিড় করেছেন অগুনতি সাধারণ মানুষ। 

উল্লেখ্য, বৈঠকে ছিলেন জুনিয়র ডাক্তারদের ২ স্টেনোগ্রাফার। লেখা হয়েছে মিনিটসও।