বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, তদন্ত পুলিশের

তদন্ত করছে পুলিশ।

author-image
Adrita
New Update
আবাসনের লিফট থেকে পড়ে মৃত্যু ব্যক্তির

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় দানার প্রভাবে শুক্রবার সকাল থেকে কলকাতায় টানা বৃষ্টিপাত হয়েছে। কিছুক্ষনের মধ্যেই শহরতলি একেবারেই জলমগ্ন হয়ে গিয়েছিল। যাতে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েছিল। রাত পর্যন্ত বৃষ্টি হওয়ার জন্য অধিকাংশ রাস্তাতেই জল জমে ছিল। এরই মধ্যে ভবানীপুরে জমা জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ২৫ বছরের এক যুবকের। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার বিকেলে একটি বাড়ির রেলিং থেকে বিদ্যুৎবাহী তারে ঝুলতে দেখা যায় ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে। টানা বৃষ্টিতে জল জমে যাওয়াতে সেই জল পেরিয়ে হাটঁছিলেন বছর ২৫ এর সেই যুবক। ঠিক সেই সময়ই বিদ্যুৎষ্পৃষ্ট হন সেই যুবক। 

পুলিশ সূত্র জান গিয়েছে সেই যুবকের নাম ছিল সৌরভপ্রসাদ গুপ্ত। বিহারের বাসিন্দ তিনি, কিন্তু তিনি থাকতেন কলকাতাতে। জানা যাচ্ছে তিনি বাবার সাথে ভুজিয়ার দোকানে কাজ করতেন।  প্রথমে স্থানীয়রা তাকে দেখতে পেয়ে বাঁশ দিয়ে বিদ্যুৎবাদী তার সরান। তারপর তাকে উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়. সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ভবানীপুর থানার পুলিশ এখনো এই ঘটনাটি খতিয়ে দেখছেন। সিএসসির তরফেও পাল্টা অভিজোগ দায়ের করা হতে পারে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে। যে বিদ্যুতের তার ঝুলছিল তার মাধ্যমে অবৈধ ভাবে বিদ্যুতের সংযোগ টানা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। মেয়র পরিষদ সন্দীপরঞ্জন বক্সী বলেন দুর্যোগের জন্য এলাকার বিদ্যুতের খুঁটি নেই। একটি বাড়ির মিটার বক্স থেকে অবৈধ ভাবে সংযোগ টেনে এল জ্বালানোর চেষ্টা করা হয়েছিল। পুলিশ এবং সিএসসি বিষয়টি দেখছে।