নিজস্ব সংবাদদাতা : ২০ মিনিটের বৈঠক পাল্টে দিল রাজ্যপাল-রাজ্যের সম্পর্কের সমীকরণ! অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ৩০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার পরই দিল্লিতে উড়ে গিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বকেয়া সহ বিভিন্ন ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত পৌঁছিয়েছিল চরমে। এবার বোধহয় বরফ গলছে। বদলাচ্ছে সম্পর্কের সমীকরণ। বোসকে নিয়ে সন্তুষ্ট তৃণমূল। প্রমাণ অবিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্ট। তৃণমূলের তরফে যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল রাজভবনে তা কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরার বার্তা দিয়ে অভিষেককে চিঠি দিলেন বোস। সেই চিঠির প্রতিলিপি তুলে ধরে বোসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ''বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই অবিলম্বে বাংলার জনগণের কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধান করার জন্য, বিশেষত, MGNREGA-এর অধীনে বঞ্চিত রাজ্যের ২১ লক্ষেরও বেশি ব্যক্তির ন্যায্য অধিকারের জন্য তার দ্রুত হস্তক্ষেপের জন্য।''