নিজস্ব সংবাদদাতা : রাজ্য-নির্বাচন কমিশন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য পুলিশের ওপর আস্থা রাখলেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এর পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য ও কমিশন। এবার কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোটের কাজ নয় বলে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। রাজ্য ও কমিশনের বিরুদ্ধে, ভোট কর্মীদের নিরাপত্তার ইস্যুতে শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছেন সরকারী কর্মীরা। ভোট কর্মীদের নিরাপত্তার দাবিতে দেওয়া হয়েছে মহা মিছিলের ডাক। সোমবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যেই নিজেদের অবস্থানের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে মেল করতে চলেছেন ভোট কর্মীরা।কয়েক লক্ষ মেল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি, রাজ্যপালের ও দ্বারস্থ হতে পারে সংগ্রামী যৌথ মঞ্চ। বিভিন্ন জেলার প্রত্যেকটা ট্রেনিং সেন্টারে (ভোটের) কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে চলেছেন যৌথ মঞ্চের প্রতিবাদীরা। গণস্বাক্ষর নেওয়ার অভিযানও শুরু করা হবে।