দায় সাড়া বৈঠক মুখ্যসচিবের! একের পর এক বিস্ফোরক অভিযোগ

মুখ্যসচিব বলেন, জুনিয়র চিকিৎসকদের সাত দফা দাবি মেনে নেওয়া হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update


নিজস্ব সংবাদদাতা: তিন ঘণ্টা বৈঠকের পর একদিকে যেমন ক্ষোভে ফেটে পড়লেন সিনিয়র চিকিৎসকরা। ঠিক উল্টোকথা সাংবাদিকদের বললেন মুখ্যসচিব মনোজ পন্থ। তিনি বলেন, বৈঠক খুব ইতিবাচক হয়েছে। বৈঠকে জুনিয়র চিকিৎসকদের ৭ দফা দাবি মেনে নেওয়া হয়েছে। সেই বিষয়ে কাজ চলছে। কিন্তু তিন দফা দাবি নিয়ে রাজ্য সরকার আলোচনা করছে। পাশাপাশি তিনি ফের একবার দ্রোহের কার্নিভাল বন্ধ করার জন্য সিনিয়র চিকিৎসকদের আহ্বান জানান। 

অন্যদিকে,  মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর ক্ষোভে ফেটে পড়েন সিনিয়র চিকিৎসকরা। তাঁরা বলেন, "দেখছি", "ভাবছি", "পজিটিভলি ভাবছি", "আগে আমি স্বাস্থ্যভবনের সঙ্গে যুক্ত ছিলাম না," এই ধরনের কত শব্দ বন্ধ ব্যবহার করা হয়েছে। তাঁরা অভিযোগ করেন, আগাম কোনও প্রস্তুতি ছাড়াই মুখ্যসচিব দায়সাড়া বৈঠক করতে এসেছেন সিনিয়র চিকিৎসকদের সঙ্গে। বৈঠকের পর সিনিয়র চিকিৎসকরা নিজেদের হতাশা প্রকাশ করেন। সেই হতাশা নিয়ে সিনিয়র চিকিৎসকরা বলেন, আমাদের সমস্ত দাবি তাঁরা শুনেছেন। এটুকু বলতে পারি। কিন্তু কতটা কাজ হবে তা বলা সম্ভব নয়। পাশাপাশি তাঁরা জানান, দীর্ঘদিন ধরে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবা নিয়ে আন্দোলন করছেন। কিন্তু মুখ্যসচিব কোনও রকম প্রস্তুতি ছাড়াই দায়সাড়া ভাবে এই বৈঠক ডেকেছেন। এই বৈঠককে আদৌ ইতিবাচক বলা যাবে না বলেও তাঁরা জানান। তাঁরা মনে করছেন, সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি রয়েছে। সেখানে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপের স্টেটাস দেখানোর জন্যই এই বৈঠক করেছেন।  পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা জানিয়েছে, কোনও প্রতিশ্রুতির লিখিতরূপে দেওয়া হয়নি। তাঁরা অভিযোগ করেন,  স্বাস্থ্যসচিব বৈঠকে উপস্থিত ছিলেন না। 

 tamacha4.jpeg