তারকাদের অনশন ভালোভাবে মানছে না প্রশাসন! জুনিয়র চিকিৎসকদের চাপ মুখ্যসচিবের

তারকাদের অনশনে প্রশাসনের আপত্তি রয়েছে বলে জানান মুখ্যসচিব।

author-image
Tamalika Chakraborty
New Update
মাতাবীোূগ

নিজস্ব সংবাদদাতা: জুনিয়র চিকিৎসকরা লাগাতার অনশন করছেন।   জুনিয়র চিকিৎসকদের অনশনে ইতিমধ্যে ১৫দিন কেটে গিয়েছে।  অনশনের ১৪ দিনের মাথায় মুখ্যসচিব আসেন অনশন মঞ্চে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের একটি সম্ভাবনা তৈরি হয়। শনিবারই টালিগঞ্জের সাত তারকা প্রতীকী অনশন করেন। সেই নিয়ে প্রশ্ন তোলেন  মুখ্যসটিব মনোজ পন্থ।  তাঁদের প্রতীকী অনশনে প্রশাসনের আপত্তি রয়েছে বলেও জানান মুখ্যসচিব। 

প্রসঙ্গত, শনিবার চৈতী ঘোষাল, দেবলীনা দত্ত, বিদীপ্তা চক্রবর্তী, বীরসা দাশগুপ্ত-সহ সাতজন সেলিব্রেটি এদিন প্রতীকী অনশন করেন। মুখ্যসচিব শুধু তারকাদের  প্রতীকী অনশনে আপত্তি রয়েছে, সেকথা জানাননি, তাঁদের প্রতীকী অনশন তুলে নেওয়ার জন্য জুনিয়র চিকিৎসকদের বলেন।  জুনিয়র চিকিৎসকেরা জানিয়ে দেন,তাঁরা কাউকে জোর করে অনশন মঞ্চে বসাননি। চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, “এখানে কেউ কাউকে জোর করে এনে অনশন করায়নি। তাঁরা নিজেদের বিবেককে জাগ্রত করে, মেরুদণ্ড সোজা রেখে অনশন করতে এসেছেন।”

এই প্রসঙ্গে অভিনেত্রী চৈতী ঘোষাল বলেন, "একজন ডাক্তারকে জিজ্ঞাসা করা হয় কেন সেলেবরা অনশনমঞ্চে। আমরা এতদিন ধরে ডাক্তারদের সঙ্গে ছিলাম। আমাদের ন্যায্য লেগেছে ডাক্তারদের। মুখ্যমন্ত্রীকে আমি এটাই বলব আমি তো আগে একজন মানুষ। তারপর অভিনেত্রী। আমি মানুষ হিসাবে যা ঘটেছে তার তীব্র প্রতিবাদ করে রাস্তায় নেমেছি।"