মুখ্যসচিবের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি পাচ্ছে?

আলাপন বন্দোপাধ্যায় চাকরি থেকে অবসরের ঘোষণা করার কয়েক মিনিটের মধ্যেই হরিকৃষ্ণ দ্বিবেদীকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হয়েছিল ২০২১ সালে।

author-image
SWETA MITRA
New Update
hk.jpg


নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যের বর্তমান মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর (HK Dwivedi) চাকরির মেয়াদ কি আগামী ৬ মাসের জন্য বৃদ্ধি পেতে চলেছে? চলতি মাসের ৩০ জুন এইচ কে দ্বিবেদীর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। যদিও এইচ কে দ্বিবেদীর চাকরির মেয়াদ বাড়ানোর জন্য নাকি ইতিমধ্যে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।


dwivedi.jpg

 যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কেন্দ্রের কাছ থেকে এই বিষয়ে কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। তবে এএনএম নিউজ বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে যে দ্বিবেদীর অবসরের আগেই বহুল প্রত্যাশিত সমর্থন আসার উচ্চ সম্ভাবনা রয়েছে। ১৯৮৮ ব্যাচের এই আইএএস অফিসার ২০২১ সালের ১ জুন মুখ্যসচিবের দায়িত্ব নেওয়ার আগে অর্থ সচিব এবং পরে স্বরাষ্ট্র সচিব ছিলেন। এদিকে অনুমোদনের আনুষ্ঠানিক চিঠি এখনও আসেনি তবে সূত্রগুলি স্পষ্টই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে কেন্দ্র রেড সিগনাল হয়তো দেবে না।