সমস্ত মেডিক্যাল কলেজে ওয়াশরুম, ডিউটি রুমের সমস্যা সমাধান করতে হবে! স্বাস্থ্য সচিবকে নির্দেশ

মুখ্যসচিবের তরফে স্বাস্থ্য সচিবকে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। তার মধ্যে হাসপাতালগুলোতে ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি, পানীয় জলের যে সমস্ত সমস্যা রয়েছে, তার দ্রুত সমাধান করতে হবে বলেও বলা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
143

 
নিজস্ব সংবাদদাতা:  বৃহস্পতিবার রাজ্যের মুখ্য সচিব স্বাস্থ্য সচিবকে একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে স্বাস্থ্য সচিবকে একাধিক নির্দেশি দেওয়া হয়েছে। কী বলা হয়েছে মুখ্যসচিবের চিঠিতে? চিঠিতে বলা হয়েছে,  হাসপাতালগুলোতে  ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি, পানীয় জলের যে সমস্ত সমস্যা রয়েছে, তার সমাধান করতে হবে। রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলো এই ধরনের সমস্যা সমাধান যত দ্রুত সম্ভব করতে হবে। পাশাপাশি সব মেডিক্যাল কলেজগুলিতে অডিটের জন্য সুরজিৎ কর পুরকায়স্থকে দায়িত্ব দিল নবান্ন।  পাশাপাশি স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত কমিটি এবং মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে যে অভ্যন্তরীণ অভিযোগ রয়েছে, সেগুলোর সমাধান করতে। মুখ্যসচিব তাঁর চিঠিতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যত দ্রুত সম্ভব এই নির্দেশগুলো পালন করতে হবে।  

letter

বুধবার নবান্নে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা এই বিষয়ে আলোচনা করেন মুখ্যসচিবের কাছে। বুধবার রাত দুটোর সময় মুখ্যসচিবকে এই বিষয়ে মেল পাঠান। তারপরেই মুখ্যসচিবের স্বাস্থ্য সচিবকে লেখা এই চিঠি যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা প্রথম থেকে এই দাবি করছেন। সুপ্রিম কোর্টেও নিরাপত্তা সংক্রান্ত,ডিউটি রুম, ওয়াশরুম, সিসিটিভি, পানীয় জল সংক্রান্ত হাসপাতালগুলোতে যে সমস্যা রয়েছে, সেই প্রসঙ্গ উঠে আসে।  মুখ্য সচিবের পাঠানো চিঠিতে মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে উপযুক্ত সংখ্যক পুলিশ ও নিরাপত্তা কর্মী নিয়োগের বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। 

 tamacha4.jpeg