কিছু মুহূর্তের মধ্যেই টানেল থেকে বেরিয়ে আসবেন শ্রমিকরা, উত্তরাখণ্ডে বাংলার প্রতিনিধি দল

এক ঘণ্টার মধ্যেই টানেল থেকে উদ্ধার করা সম্ভব হবে শ্রমিকদের। টানেলে আটকে থাকা শ্রমিকদের মধ্যে তিন জন বাংলার বাসিন্দা। তাঁদের সুস্থভাবে ঘরে ফিরিয়ে আনলে উত্তরাখণ্ডে বাংলার প্রতিনিধি দল।

author-image
Tamalika Chakraborty
New Update
হ

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডের টানেলে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার আর শুধু সময়ের অপেক্ষা। দেশ জুড়ে প্রার্থনা চলছে, যেন নিরাপদে শ্রমিকদের টানেল থেকে বের করে আনা সম্ভব হয়। এই পরিস্থিতিতে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, উত্তরকাশীতে বাংলা শ্রমিকদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে একটি দল পৌঁছে গিয়েছে। তাঁরা উত্তরকাশী থেকে বাংলার শ্রমিকদের বাড়িতে ফিরিয়ে আনবেন। প্রসঙ্গত, উত্তরকাশীতে টানেলে আটকে পড়া শ্রমিকদের মধ্যে তিন জন বাংলার রয়েছে।