নিজস্ব সংবাদদাতা: রবিবার পুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোঁসের গল্প শোনালেন। রাফ এবং টাফেরও পরামর্শ দিলেন তিনি। পাশাপাশি তিনি পুলিশের ভূয়শী প্রশংসা করেন। পুলিশের পাশে দাঁড়াতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।
প্রসঙ্গত, বার বার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তা সে জয়নগর হোক বা আরজি কর। আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করেছিল খোদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে ইতিমধ্যে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানো হয়। নির্যাতিতার নাম প্রকাশ্যে আনার জন্য ইতিমধ্যে বিনীত গোয়েলের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়েছে। সোমবার তার শুনানির কথা আছে।
অন্যদিকে, আজকে হাইকোর্ট জয়নগর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। হাইকোর্টের বিচারপতি বলেন, ১০ বছরের শিশুর শরীরে যৌন নির্যাতনের ইঙ্গিত রয়েছে। তারপরেও কী করে পুলিশ পসকো আইনে মামলা রজু করা হয়নি। এছাড়াও হাইকোর্ট ময়নাতদন্ত নিয়ে কঠোর সিদ্ধান্ত নেয়।