নিজস্ব সংবাদদাতাঃ এবার পুজোর আগেই দারুণ খবর দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে যে, শিক্ষক দিবসের দিন রাজ্যের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য অর্থ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী।
/anm-bengali/media/post_attachments/179f1bda5f5c342a8252e6b779fd0544b92758b758c99ab7d729f37ac3859a52.jpg)
জানা গিয়েছে এটির উদ্দেশ্য হল পড়ুয়াদের ডিজিটাল শিক্ষায় সড়গড় করে তোলা। রাজ্য সরকার এই বিষয়ে এক নতুন প্রকল্প চালু করেছেন যার নাম হল, 'তরুণের স্বপ্ন' প্রকল্প।
/anm-bengali/media/post_attachments/aa1b7b8f407430e8a572fa3fb028f18fb50d7032044025c032c2339f766bf9d7.jpg)