নিজস্ব সংবাদদাতা: দুই দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হল বুধবার। এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, 'শিল্পের কর্ণধারদের কাছ থেকে বাংলায় বিনিয়োগের জন্য দুর্দান্ত প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে। শীর্ষ সম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক এবং দেশের শিল্পপতিদের থেকে ৩,৭৬,২৮৮ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ৪০০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, ১৭টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন দেশের ১৫ জন রাষ্ট্রদূত এবং হাইকমিশনার অংশগ্রহণ করেছিলেন। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন। ১৮৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এবংবিপুল সংখ্যক নতুন শিল্প নীতি ঘোষণা করা হয়েছ। এক কথায় অসাধারণ সাফল্য!!'