নিজস্ব সংবাদদাতা: সন্দেশখালির ঘটনায় রাজ্যে এলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা। কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। তিনি বলেছেন, "আমি সন্দেশখালি গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করব। আমি চাই ভুক্তভোগীরা এসে আমার সাথে কথা বলুক, জাতীয় মহিলা কমিশন তাদের পাশে দাঁড়িয়েছে। আমি আগামীকাল পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং তারপর রাষ্ট্রপতির সঙ্গে দেখা করব। অনেক কিছুই উঠে আসছে কিন্তু পুলিশ দমন করছে। আমি ডিএম এবং এসপির সাথে দেখা করতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসনকে কেন্দ্রীয় সংস্থাগুলির সাথে দেখা করতে দিচ্ছেন না। আমি শুনেছি ক্ষতিগ্রস্থদের ১০ জন আত্মীয়কে গ্রেফতার করা হয়েছে কিন্তু শেখ শাহজাহানকে এখনো গ্রেফতার করা হয়নি"।
#WATCH | NCW Chairperson Rekha Sharma arrives at Kolkata airport, she says "I will visit Sandeshkhali to meet the victims. I want the victims to come and talk to me, NCW is standing with them. I will meet the West Bengal Governor and then the President tomorrow...A lot of things… pic.twitter.com/DDB9yyrZ7I