আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, তৃতীয় স্টেটাস রিপোর্ট জমা দেবে সিবিআই

আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল ৩০শে সেপ্টেম্বর।কিন্তু রাজ্য সরকারের আবেদনে সেই শুনানী আরো দুদিন পিছিয়ে ৩০শে সেপ্টেম্বর করা হয়েছে। আজকে সেই মামলার শুনানিতে তদন্তের তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই।

author-image
Debapriya Sarkar
New Update
Supreme court hearing

নিজস্ব প্রতিবেদন : আর জি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল ২৭ শে সেপ্টেম্বর। কিন্তু রাজ্য সরকারের অবদানের ভিত্তিতে সেই শুনানির তারিখ পিছেয়ে ৩০ শে সেপ্টেম্বর করা হয়। নিহত চিকিৎসকের বিচারের দাবির পাশাপাশি ১৭ই সেপ্টেম্বরের শুনানিতে আরজিকর মামলা সুপ্রিম কোর্টের কাছে বারবার নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফে। 

Supreme court

সেই সময় লাগাতার কর্ম বিরতিতে ছিলেন জুনিয়র ডাক্তাররা। তাদের কর্ম বিরতি প্রত্যাহার করা নিয়ে যখন রাজ্য সরকারের তরফ থেকে ক্রমাগত সওয়াল করা হচ্ছিল তখন পাল্টা নিরাপত্তার দাবি জানিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়াচ্ছিল জুনিয়র ডাক্তাররা। এর জন্য রাজ্য সরকারের উপর ১১ দফা দাবি পেশ করেন জুনিয়র ডাক্তাররা। যার প্রেক্ষিতে প্রধান বিচারপতির বক্তব্যে উঠে এসেছিল কনফিডেন্স বিল্ড আপের প্রসঙ্গ। 

Supreme court

আজ (সোমবার, ৩০শে সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি অনুষ্ঠিত হবে। বেলা দু'টোয় শুরু হবে মামলার শুনানি। এদিন সুপ্রিম কোর্টে ১২ দিনের তদন্তের অগ্রগতি সম্পর্কে দিন হলফনামা জমা দেবে সিবিআই। শীর্ষ আদালতে সিবিআই তৃতীয় স্টেটাস রিপোর্টের ভিত্তিতে আরজিকর মামলার তদন্তের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।