নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে শনিবার সিবিআই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির সময় সিবিআই স্টেটাস রিপোর্ট জমা দেয়। সুপ্রিম কোর্টে সিবিআই অভিযোগ করে মাত্র ২৭ মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে। কপিল সিব্বল বলেন, আট থেকে নয় ঘণ্টার ভিডিও দেওয়া হয়েছে। সলিসিটের জেনারেল সেই দাবি কার্যত নস্যাৎ করে দেয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, টালা থানার ওসির সাহায্যে সেই ফুটেজ সন্দীপ ঘোষ নষ্ট করে দিয়েছে। এই বিষয়ে দুই জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুখোমুখি বসিয়ে দুজনকে জিজ্ঞাসাবাদ করার পরে বিষয়টি আরও জোড়াল হয়েছে। শিয়ালদহ আদলতে সিবিআই জানায়, তাঁদের কাছে এখনও পর্যন্ত সেরকম কোনও গণধর্ষণের প্রমাণ নেই। তবে, গোয়েন্দারা জানিয়েছেন, সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জেরায় সদুত্তর দিচ্ছেন না। তাই তাঁদের আরও তিন দিনের সিবিআই হেফাজতের আর্জি জানান গোয়েন্দারা।
অন্যদিকে, সুপ্রিম কোর্টে আজকে বার বার প্রশ্নের মুখে পড়েছে রাজ্য সরকার। রাতের সাথী প্রকল্পে নিরাপত্তার জন্য কেন চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে, সেই নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে। যেখানে আরজি কর কাণ্ডে প্রধান অভিযুক্ত একজন সিভিক ভলেন্টিয়ার।