চিকিৎসকের মৃতদেহ দ্রুত সৎকারের নির্দেশনার অভিযোগে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে, পাল্টা জবাবে কি বললেন তিনি?

আর জি কর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের মৃতদেহ সৎকারের নির্দেশনার অভিযোগের পাল্টা জবাবের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ বলেন নিয়ম মেনেই মৃতদেহ সৎকার হয়েছে।

author-image
Debapriya Sarkar
New Update
Nirmal ghosh

নিজস্ব প্রতিবেদন : আরজিকর কান্ডে নির্যাতিতা চিকিৎসকের মৃতদেহ দ্রুত সৎকারের নির্দেশনার অভিযোগে পাল্টা জবাবে নির্মল ঘোষ বলেন, "নিয়ম মেনেই চিকিৎসকের মৃতদেহ সৎকার করা হয়েছে।"

GYIYe-HWUAAfEqm

নিহত চিকিৎসকের দেহ শ্মশানে পৌঁছানোর আগে আরো দেহ ছিল তাহলে কেন চিকিৎসকের দেহ আগে সৎকার করা হলো এই প্রশ্নের জবাবে বিধায়ক নির্মল ঘোষ বলেন, "প্রথমে একটি দেহ সৎকারের জন্য প্রস্তুত করা হচ্ছিল। কিন্তু সেখানে জনসমাগম বাড়তে থাকলে চিকিৎসকের দেহ দ্রুত সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়।"