নিজস্ব সংবাদদাতা: এবার আজকের আন্দোলনকে সমর্থন করলেন কুণাল ঘোষ। তবে তিনি বিরোধী দলগুলিকে বয়কট করার ডাক দিয়েছেন। সঙ্গে তিনি সকলকে সতর্ক থাকতে বলেছেন। যারা তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে তাদের বর্জন করতে বলেছে।
তিনি বলেছেন, "ন্যায়বিচারের দাবিতে যাঁরা রাজপথে, যে মা-বোনেরা মোমবাতি, মশাল, শ্লোগান নিয়ে প্রতিবাদে, তাঁদের পূর্ণ সমর্থন জানাই। কর্মসূচি চলতে থাকুক। চলা দরকারও। সময়ের দাবি। শুধু, আবারও অনুরোধ, মানুষের আবেগের মঞ্চকে যারা রাজনৈতিক ইভেন্ট করতে চায়, সেই সিপিএম, বিজেপি, কংগ্রেসসহ কয়েকটি দলের ফাঁদে পা দেবেন না। এরা বাংলাকে অস্থিরতার দিকে ঠেলে দিতে চায়। তার সুদূরপ্রসারী পরিণাম হবে সর্বনাশা। মাননীয় নাগরিকরা এমনভাবে আপনাদের এই ইস্যুভিত্তিক প্রতিবাদ, বিরক্তি, অনাস্থা প্রকাশ করুন, যাতে শাসক দল বা সিস্টেম কিছু ভুল সংশোধন করে; করতে বাধ্য হয়। আপনাদের আন্দোলন আমাদের মনের ইচ্ছার সঙ্গে সম্পৃক্ত। কিন্তু, দয়া করে চারপাশটা নজর রাখুন। মুখোশ, শ্লোগানের কথা, সংগঠিত আয়োজন দেখলেই বুঝবেন মুখ কাদের। দয়া করে একটি ন্যায়বিচারের দাবি এবং শুদ্ধিকরণের সামাজিক নাগরিক প্রতিবাদী স্রোতকে বাংলার কাঠামোটাকে আঘাত করার সুপ্ত চক্রান্তে ব্যবহৃত হতে দেবেন না"।
তার এই বার্তায় শোরগোল শুরু হয়েছে।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .