নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের পরে কেটে গিয়েছে প্রায় এক মাস। আজ ৩রা সেপ্টেম্বর রাজ্য জুড়ে নানা জায়গায় বিক্ষোভে বেড়িয়েছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ। আর আজই বিধানসভায় পেশ করা হয়েছে ধর্ষণ বিরোধী বিল।
/anm-bengali/media/post_attachments/080ab90389eaef19bdc19c1af9dcf2bf250a39559b07f48d5ced097ffc0c4ea3.jpg)
আজ বিধানসভায় পেশ হল এই বিল। এই বিলের নাম হল ' অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪ '। এই বিলের মধ্যে, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত অনেক বিধি তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য হল রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ দমন করা।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/09/Mamata-Banerjee-1024x576.jpg)
এই বিলে রয়েছেঃ ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিধান, চার্জশিট দাখিলের ৩৬ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিধান, অ্যাসিড হামলাও সমান গুরুতর অপরাধ, যার জন্য রয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান, প্রতিটি জেলায় বিশেষ বাহিনী-অপরাজিতা টাস্কফোর্স গঠন করা হবে। এই অপরাজিতা টাস্ক ফোর্স ধর্ষণ, অ্যাসিড হামলা বা শ্লীলতাহানির ক্ষেত্রে ব্যবস্থা নেবে। কেউ যদি নির্যাতিতার পরিচয় প্রকাশ করে, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
/anm-bengali/media/post_attachments/d6ab983a65c30d2ef6d020f7521b1f4f4653c08a87fb7700066c98f97bebf43c.jpg?im=FitAndFill=(540,360))