বিধানসভায় পেশ হল ধর্ষণরোধী বিল, জানেন কি কি আছে এতে ?

বাংলায় ধর্ষণরোধী বিল।

author-image
Adrita
New Update
ওঃ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডের পরে কেটে গিয়েছে প্রায় এক মাস। আজ ৩রা সেপ্টেম্বর রাজ্য জুড়ে নানা জায়গায় বিক্ষোভে বেড়িয়েছে জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ। আর আজই বিধানসভায় পেশ করা হয়েছে ধর্ষণ বিরোধী বিল।

অপরাজিতা নাম দিয়েই বিধানসভায় ধর্ষণবিরোধী বিল আনছে রাজ্য - Aparajita Women  Child Bill 2024

আজ বিধানসভায় পেশ হল এই বিল। এই বিলের নাম হল ' অপরাজিতা নারী ও শিশু বিল ২০২৪ '। এই বিলের মধ্যে, নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত অনেক বিধি তৈরি করা হয়েছে, যার উদ্দেশ্য হল রাজ্যে নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ দমন করা।

বিধানসভায় পাশ 'অপরাজিতা নারী ও শিশু বিল', মোদী-শাহের পদত্যাগ চাইলেন মমতা -  Drishtibhongi দৃষ্টিভঙ্গি

এই বিলে রয়েছেঃ ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের বিধান, চার্জশিট দাখিলের ৩৬ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিধান, অ্যাসিড হামলাও সমান গুরুতর অপরাধ, যার জন্য রয়েছে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান, প্রতিটি জেলায় বিশেষ বাহিনী-অপরাজিতা টাস্কফোর্স গঠন করা হবে। এই অপরাজিতা টাস্ক ফোর্স ধর্ষণ, অ্যাসিড হামলা বা শ্লীলতাহানির ক্ষেত্রে ব্যবস্থা নেবে। কেউ যদি নির্যাতিতার পরিচয় প্রকাশ করে, তাহলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

Aparajita Bill in West Bengal Assembly: ধর্ষকদের দ্রুত সাজা, আজই বিধানসভায়  'অপরাজিতা' বিল নিয়ে আলোচনা – News18 বাংলা