নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনায় বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এই আবহে তারা জানিয়েছে যে, খুনের কিনারা না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৃত তরুণী চিকিৎসকের পরিবারের সাথে দেখা করেন। তিনি কলকাতা পুলিশকে জানিয়েছেন যে, আগামী রবিবারের মধ্যে খুনের কিনারা না করতে পারলে তদন্তভার সিবিআই এর হাতে দেওয়া হবে।
এই বিষয়ে আন্দোলনকারীদের প্রশ্ন যে, ' এতদিন কেন লাগবে ? ' এক্ষেত্রে বলতে হয় যে, রাজ্যের প্রায় সব কটি সরকারি হাসপাতালের জুনিয়র ডাক্তাররাই আন্দোলনে সামিল হয়েছে। তারা দ্রুত এর নিস্পত্তি দাবী করেছে। তারা আরও জানিয়েছে যে, যতদিন না তাদেরকে সুরক্ষা দেওয়া হবে, ততদিন তারা ডিউটি করবেন না।