নিজস্ব সংবাদদাতা: ডাক্তাররা শর্ত দিয়ে আলোচনার দাবি জানাতেই সরকারের তরফে এর নেপথ্যে রাজনীতি দেখা হয়েছে। শর্ত চাপিয়ে আলোচনা হয় না, জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে। খোলা মনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আলোচনা করতে চেয়েছিলেন তবে ডাক্তারা তা চাইছেন না বলে মনে করছে সরকার। চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয়ে জানিয়ে দিয়েছেন স্পষ্ট করে। এই পরিস্থিতিতে এবার চন্দ্রিমা ভট্টাচার্যকে পাল্টা জবাব দিল আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছে, স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়লে তার দায় সরকারের। ৫ দফা দাবি থেকে সরে আসার কোনও রাস্তা নেই বলে জানিয়েছে আন্দোলনকারীরা। তারাও হতাশ বলে জানিয়ে দিয়েছে জুনিয়র ডাক্তাররা। তাদের প্রধান দাবি যে অভয়ার বিচার তা আরও একবার স্পষ্ট করেছে তারা। চন্দ্রিমা ভট্টাচার্যর মন্তব্যকে বেদনাদায়ক বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই আন্দোলনের সঙ্গে কোনও রাজনীতির যোগ নেই বলে ফের স্পষ্ট করে দিয়েছে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তারা জানিয়েছেন, তিলোত্তমার বিচার সহ তাদের ৫ দফা দাবি না মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এখন দেখার জুনিয়র ডাক্তার বনাম সরকারের এই বিভেদ কোন দিকে মোর নেয়। উল্লেখ্য, তিলোত্তমার বিচারের পরবর্তী শুনানি রয়েছে ১৭ সেপ্টেম্বর। সুপ্রিম কোর্টে ওইদিন নতুন কি পর্যবেক্ষন উঠে আসে সেই দিকেই তাকিয়ে রয়েছে বিচারের দাবিতে দিন গোনা আপামর মানুষ।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . .