কালীপুজোর রাতে বিশেষ মেট্রো পরিষেবা : একনজরে দেখে নিন কালীঘাট ও দক্ষিণেশ্বরে যাওয়ার জন্য সময়সূচি

কালীপুজোর রাতে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে দর্শনের জন্য কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা দেবে।

author-image
Debapriya Sarkar
New Update
kolkata-metro-line-1_0_1200

নিজস্ব প্রতিবেদন : কালীপুজোর রাতে কালীঘাট ও দক্ষিণেশ্বর মন্দিরে দর্শনের জন্য কলকাতা মেট্রো বিশেষ পরিষেবা দেবে। নর্থ-সাউথ লাইনে (ব্লু লাইন) রাত ৯:৪০ থেকে ১১:০০ পর্যন্ত মোট ৮টি স্পেশাল মেট্রো চলবে, ২০ মিনিটের ব্যবধানে।

Metro rail

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের স্পেশাল মেট্রো সময়সূচি:

1. রাত ১০:০০

2. রাত ১০:২০

3. রাত ১০:৪০

4. রাত ১১:০০

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের স্পেশাল মেট্রো সময়সূচি:

1. রাত ৯:৪৮

2. রাত ১০:০৮

3. রাত ১০:২৮

4. রাত ১০:৪৮

শিয়ালদা থেকে সল্টলেক মেট্রোর সময়সূচি:

শেষ মেট্রো শিয়ালদা থেকে: রাত ৯:৩৫

শেষ মেট্রো সল্টলেক থেকে: রাত ৯:৪০

Metro rail

আজকের দিনে, অন্যান্য কর্মদিবসের তুলনায় নর্থ-সাউথ লাইনে মোট ১৯৮টি মেট্রো চলবে, যার মধ্যে ৮টি স্পেশাল। গ্রিন, পার্পল এবং অরেঞ্জ লাইনে সাধারণ পরিষেবা অপরিবর্তিত থাকবে।