নিজস্ব সংবাদদাতা: প্রাথমিক শিক্ষক নিয়োগের সিলেকশন কমিটিতে স্বচ্ছতা আনতে কমিটি নতুন করে গঠন করা হল। পুরনো কমিটি বাতিল করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন যে বিধি মেনেই এই সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। তাতে তফসিলি জাতি, উপজাতি, ল অফিসার এবং ট্রান্সজেন্ডার প্রতিনিধিসহ আরো অনেকে থাকবেন। আগে কখনো এভাবে বিধি মেনে সিলেকশন কমিটি তৈরি করা হয়নি।