কার নির্দেশে TET- এর ওএমআর শিট ধ্বংস? মুখ খুলল প্রাথমিক শিক্ষা পর্ষদ

কলকাতা হাইকোর্টে বিস্ফোরক কথা জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ।

author-image
Anusmita Bhattacharya
New Update
tetroll

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ২০১৭ সালের টেট পরীক্ষার নিয়োগ দুর্নীতির মামলার শুনানি হয়। প্রাথমিক শিক্ষা পর্যদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশেই নষ্ট করা হয় ওএমআর শিট, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্যদ। বোর্ডের এই তথ্য পেশ করার পরই অবাক কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। 

manik1

বোর্ড জানিয়েছে, পরীক্ষার ওএমআর শিট নষ্ট করে দেওয়া হয় একমাত্র মানিক ভট্টাচার্যের সিদ্ধান্তে। বোর্ড সদস্যরা এই বিষয়ে জড়িত নয়। বিচারপতি তৎকালীন বোর্ড সদস্যদের রেজোলিশন পেপার জমা দিতে বলেছেন।

Adddd