নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার কলকাতা হাইকোর্টের টেট দুর্নীতি নিয়ে মুখবন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রিপোর্ট জমা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সেখানে জানানো হয় যে ২০২২ সাল পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম হিসেবে নথিভুক্ত ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। তারপরে বাকি বিষয়গুলি যুক্ত করা হয়। রিপোর্টে জানানো হয় যে বোর্ডের কর্মীরাও যুক্ত ছিল এই দুর্নীতির সঙ্গে। হাইকোর্টের তরফে দেওয়া সময়সীমার মধ্যেই রিপোর্ট জমা দিল সিবিআই।