অনুপ্রবেশ ও জঙ্গি কার্যকলাপে সম্পূর্ণ মদত রয়েছে তৃণমূলের, প্রমাণ দিলেন নেতা

'জঙ্গিদের সাথে তৃণমূল নেতা নেত্রীদের যোগ'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
tarunjyotir1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ ইস্যুতে এমনিতেই ভারত জুড়ে গোটা দেশেই অশান্তির বাতাবরণ তৈরি হয়ে রয়েছে। তার মধ্যে কার্যত বাংলার ঘাড়ের কাছে নিঃশ্বাস ছাড়ছে ওপার বাংলার অশান্তি। পর পর বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গেল যে, বাংলার থেকে গ্রেফতার জম্মু-কাশ্মীরের জঙ্গি কিংবা কেরালার জঙ্গি। আর এবার সেই সব নিয়ে বর্তমান সরকারকে এক হাত নিলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। 

এদিন নিজের এক্স হ্যান্ডেলে তিওয়ারি লেখেন, “অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপের ঘটনায় তৃণমূলকে নির্দোষ মনে করতাম যদি না কতগুলো ঘটনা সামনে আসতো। যেমন –

বাংলাদেশীদের ভোটার কার্ড করিয়ে দেওয়া।

জঙ্গিদের আশ্রয় দেওয়া।

terrorism

SIMI র প্রতিষ্ঠাতা সদস্য ইমরানকে রাজ্যসভায় পাঠানো।

যে সারজিল ইমাম চিকেন নেক কেটে উত্তর-পূর্বের রাজ্য গুলোকে আলাদা করার কথা বলেছিল সেই দেশদ্রোহীর জন্য মহুয়া মৈত্র পার্লামেন্টে গলা ফাটিয়েছিল।

গুলশান কলোনিতে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের থাকার ব্যবস্থা করে দেওয়া।

জঙ্গিদের সাথে তৃণমূল নেতা নেত্রীদের যোগ।

সরকারি পর্যায়ে সাহায্য করে জাল পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে বাংলাদেশীদের পাসপোর্ট করিয়ে দেওয়া।

rohinga.jpg

এছাড়া আরো অনেক ঘটনা প্রমাণ করে যে তৃণমূল শুধুমাত্র ভোট ব্যাংকের স্বার্থে দেশের সুরক্ষা বিক্রি করছে।