নিজস্ব সংবাদদাতা : অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যের সঙ্গে সংগাতে জড়িয়েছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গো কোনো প্রকার আলোচনা ছাড়াই ১৩ টি বিশ্ববিদ্যালয়ে আচার্য উপাচার্যের অফিসের দায়িত্ব দেওয়ায় এর জল গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। ক্রমে দূরত্ব বাড়ছে রাজ্য-রাজ্যপালের। এই সংঘাতের আবহে বৃহস্পতিবার মেয়াদ শেষ হচ্ছে সাতটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যদের কার্যকালের। এ ক্ষেত্রে রাজ্যপালের অবস্থান কী হয়, বা কী পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি, সেই দিকেই তাকিয়ে শিক্ষামহল। এই সাতটি বিশ্ববিদ্যালয় হল রবীন্দ্র ভারতী, বিদ্যাসাগর, রায়গঞ্জ, হরিচাঁদ-গুরুচাঁদ, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ, হিন্দি এবং হুগলির গ্রিন বিশ্ববিদ্যালয়। অভিভাবহীন নাকি নতুন কোনো নির্দেশ? বিশ্বিদ্যালয়গুলির ভাগ্যে কী রয়েছে সেটাই এখন দেখার।