নিজস্ব সংবাদদাতাঃ হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে গরম ও অস্বস্তি হবে। যদিও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে বৃষ্টি চলবে। জুন মানেই বর্ষার আগমনের মাস। তবে জুনের শুরুতে গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে পশ্চিমের জেলাগুলোতে।