ফের রাতভর আন্দোলনে কেঁপে উঠল শহর কলকাতা! সারারাত রাস্তাতেই কাটালেন একদল শিক্ষক-শিক্ষিকা

নতুন করে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। শুক্রবার সারারাত রাস্তাতেই কাটালেন একদল শিক্ষক-শিক্ষিকা।

author-image
Tamalika Chakraborty
New Update
teachers protest

নিজস্ব সংবাদদাতা: নতুন করে বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার রাজপথ। শুক্রবার সারারাত রাস্তাতেই কাটালেন একদল শিক্ষক-শিক্ষিকা। রাতে রানি রাসমণি রোডে গিয়ে অবস্থানে বসতে চান তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের সরিয়ে দেয়।  পরে শিক্ষক-শিক্ষিকাদের অনুরোধে  ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ওয়াই চ্যানেলে যাওয়ার নির্দেশ দেন। তাঁরা ওয়াই চ্যানেলেই রাত কাটান। 

চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছেন। এবার যাঁরা আন্দোলন করছেন, তাঁরা মূলত চাকরি কর্মী। মূলত এসএলএসটি নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষিক-শিক্ষিকারা এই আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের অযোগ্যদের মতোই শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। সেই কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি আছে। তার আগে পর্যন্ত তাঁরা আন্দোলন করতে চান। শনিবার লালবাজারে যাবেন ওই শিক্ষক-শিক্ষিকাদের একটি প্রতিনিধি দল।

২০১৬-র এসএলএসটি-তে নিযুক্ত হয়েছেন, এই আন্দোলন মূলত তাঁরাই করছেন। তাঁদের দাবি,  যোগ্য যাঁরা , তাঁদের প্যানেল যাতে বাতিল না হয়। যাঁরা যোগ্য তাঁদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই বিষয়ে প্রশ্ন তোলেন তাঁরা।