নিজস্ব সংবাদদাতা: প্রবল গরমে ছটফট করছে বাচ্চারা। তাই দুপুরে স্কুল না খুলে সকালে করানো হোক ক্লাস। এমনই দাবি তুললেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। গরমের ছুটি শেষে বৃহস্পতিবার রাজ্যে স্কুল খুলেছে। যদিও গরমের কারণে প্রথম দিন বেশ কিছু স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার অনেক কম ছিল। তবুও শিক্ষকেরা চাইছেন না যে ফের গরমের জন্য স্কুল বন্ধ করা হোক। বরং তাঁরা প্রস্তাব দিয়েছেন যে যতদিন না বর্ষা আসছে ততদিন সকালে চলুক পঠনপাঠন।