WEST BENGAL: এবার বাংলায় পাল্টে যাচ্ছে স্কুলের সময়!

একটানা গরমের ছুটির পর অবশেষে গতকাল পশ্চিমবঙ্গে খুলেছে স্কুল। তবে এত গরমের মধ্যে পড়ুয়াদের অবস্থা কাহিল। এই অবস্থায় স্কুলের সময় পাল্টে দেওয়ার আর্জি শিক্ষক-শিক্ষিকাদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
school

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রবল গরমে ছটফট করছে বাচ্চারা। তাই দুপুরে স্কুল না খুলে সকালে করানো হোক ক্লাস। এমনই দাবি তুললেন বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। গরমের ছুটি শেষে বৃহস্পতিবার রাজ্যে স্কুল খুলেছে। যদিও গরমের কারণে প্রথম দিন বেশ কিছু স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার অনেক কম ছিল। তবুও শিক্ষকেরা চাইছেন না যে ফের গরমের জন্য স্কুল বন্ধ করা হোক। বরং তাঁরা প্রস্তাব দিয়েছেন যে যতদিন না বর্ষা আসছে ততদিন সকালে চলুক পঠনপাঠন।