নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি চাকরিহারা শিক্ষকদের ডি আই অফিস অভিযানকে কেন্দ্র করে, চূড়ান্ত সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। এই বিষয়কে কেন্দ্র করেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আর এর মধ্যেই এবার ডি আই অফিস অভিযানের কারণ জানালেন চাকরিহারা শিক্ষকরা।
/anm-bengali/media/media_files/2025/04/10/WsuFInP5AQylujxRGUPn.jpeg)
আজ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চাকরিহারা শিক্ষকরা জানান যে, ''আমাদের যে পোর্টাল থেকে স্যালারি দেওয়া হয়, সেই পোর্টালটি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই জন্য আমরা ডি আই অফিসে খোঁজ নিতে গিয়েছিলাম যে আমাদের স্যালারি পোর্টালটি কেন বন্ধ করে দেওয়া হল ?''