নিজস্ব সংবাদদাতা: রাজ্যপালের বিরুদ্ধে একাধিক শ্লীলতাহানির অভিযোগ এসেছে। এই প্রসঙ্গে তীব্র ভাষায় প্রতিক্রিয়া দিলেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, "রাজ্যপালের বিরুদ্ধে কুৎসা রটনার পরিপ্রেক্ষিতে অনেকে বলছেন এর প্রতিবাদে রাজ্যপালের পদত্যাগ করা উচিত। একেবারেই ভুল। অভিযোগ যে করেছে তারই দায়িত্ব সেটা প্রমাণ করা। পঁচিশটা লোক যদি মিডিয়া জুড়ে মাননীয়া বা ভাইপোশ্রীর সম্বন্ধে কোনো নোংরা অভিযোগ করে তাহলে কি তাঁরা পদত্যাগ করবেন ? এসব শরিয়া আইনে চলতে পারে, সভ্য দেশের আইনে নয়। রাজ্যপালের এখন উচিত নির্ভয়ে তাঁর কর্তব্য করে যাওয়া - রাস্তার কুত্তা চেল্লাচ্ছে, চেল্লাক যত পারে।"