এবার কি শ্রমিকরা 'কুনাট্যে' বিশ্বাস করবেন, তীব্র ভাষায় মমতাকে আক্রমণ তথাগতের

উদ্ধার হওয়া শ্রমিকদের পরিবার জানিয়েছে, আর বাইরে যেতে দেওয়া হবে না। কিন্তু রাজ্যে কাজ নেই। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন তথাগত রায়।

author-image
Tamalika Chakraborty
New Update
tatha edit.jpg

নিজস্ব সংবাদদাতা: উত্তরাখণ্ডে ৪১ জন শ্রমিককে মঙ্গলবার রাতে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শ্রমিকদের মধ্যে বাংলার তিন জন রয়েছেন। এক শ্রমিকের মা ছেলের উদ্ধারের পর বলেন, রাজ্যে কাজ নেই, তাই কাজের সন্ধানে ভিন দেশে পাড়ি দিতে হয়েছে। এই প্রসঙ্গে তীব্র ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেন তথাগত রায়। তিনি টুইটারে লেখেন, 'সুড়ঙ্গ শ্রমিকরা তো অক্লান্ত চেষ্টার ফলে মুক্তি পেলেন ! প্রশ্ন,এখন তাঁরা কি করবেন ? তাঁদের পরিবারবর্গ বলছেন, আর তাঁদের রাজ্যের বাইরে যেতে দেবেন না। তাহলে কি তাঁরা মাননীয়ার ‘ডবল ডবল চাকরি’ র ভরসায় বসে থাকবেন? নিউ টাউনে বিনিয়োগ টেনে আনার যে কুনাট্য অভিনীত হল তার উপর ভরসা করবেন?'