'কমরেড সুজন বরিশাল থেকে উৎখাত হওয়া হিন্দু'! লিখলেন BJP নেতা

সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখলেন বিজেপি নেতা তাথাগত রায়।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
sujan-chakraborty

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: এবার সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে নিয়ে বিশেষ তথ্য দিলেন বিজেপি নেতা তাথাগত রায়। তিনি এবার লোকসভা ভোটে দমদম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। 

sujan

এই নেতাকে নিয়ে বিজেপি নেতা নিজের X হ্যান্ডেলে লেখেন, 'কমরেড সুজন হচ্ছে বাংলাদেশের বরিশাল থেকে উৎখাত হওয়া হিন্দু। ১৯৫০ সালের ফেব্রুয়ারী-মার্চ মাসে পূর্ব পাকিস্তানের সরকার আয়োজিত এক গণহত্যায় বীভৎসতম নির্যাতন হয়েছিল বরিশালে।  শুধু একটি ঘটনা বলি। বরিশাল জেলার মুলাদী নদীবন্দরে ১৭-২০ ফেব্রুয়ারী ১৯৫০ তারিখে আশপাশের গ্রাম থেকে প্রাণভয়ে ভীত হয়ে আসা সমবেত হিন্দু ও খ্রিষ্টানদের কচুকাটা করেছিল স্থানীয় মুসলমানেরা। সঙ্গে চলেছিল প্রকাশ্যে ধর্ষণ ও অপহরণ। আরো জানতে চাইলে 'Muladi massacre' google করুন'।

tathagata roy .jpg

 

 tamacha4.jpeg