নিজস্ব সংবাদদাতাঃ সোমবার রাতে পশ্চিমবঙ্গের বর্তমান সরকারকে আক্রমণ করে এক টুইট বার্তায় তথাগত রায় বলেন, "যাঁরা হোয়াটঅ্যাবাউটারিতে পাঠ নিতে চান, তাঁদের পশ্চিমবঙ্গে এসে মমতা পার্টিতে নাম লেখানো উচিত। কিন্তু হোয়াটঅ্যাবাউটারি কী?"
তিনি বলেন, "হোয়াটঅ্যাবাউটারি হল কেবল একজন অভিযুক্ত অন্য লোকের দিকে ইঙ্গিত করে বলছে যে এক্স ওয়াই জেড একই কাজ করেছে, সুতরাং আপনি আমাকে অভিযুক্ত করতে পারবেন না, হা, হা!এর সমাধান অবশ্যই এই অভিযুক্তের পাশাপাশি এক্স ওয়াই জেডের বিরুদ্ধেও মামলা করা। কিন্তু মমতা পার্টিতে একটা বিশেষ ব্র্যান্ডের মূর্খতা দরকার, এটা অস্বীকার করতে এবং যা করতে হবে তা চালিয়ে যেতে হবে।"
শেষে তিনি বলেন, 'ঈশ্বর আমার পশ্চিমবঙ্গ রাজ্যকে সাহায্য করুন!'