নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনেই এক চাকরিরত মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের ইস্তফার দাবিও করেন।
/anm-bengali/media/media_files/6aQGc7NOUaYcFvqMPzAm.jpg)
এবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পাল্টা আক্রমণ করলেন বিজেপি নেতা তথাগত রায়। তিনি লেখেন, 'আমি একটা জিনিস বুঝি না, তৃণমূল হঠাৎ এই সব নারীঘটিত গল্প রাজ্যপালের নামে রটাচ্ছে কেন ? উনি তো ভোটে দাঁড়াচ্ছেন না ! এই সব গল্প সুকান্ত মজুমদার, মোহাম্মদ সেলিম, বা অধীর চৌধুরীর নামে হলে, বা কুনাল ঘোষ সুদীপের নামে করলে, তাও না হয় বোঝা যেত !'
/anm-bengali/media/media_files/2vUQB8OUnigUX5WWOS39.jpg)
/anm-bengali/media/post_attachments/62e51d699c0af50e9af8ddb44aa416563ac955153bf5a9f271bde0c3327c7f43.webp)