নিজস্ব সংবাদদাতা: দিলীপ ঘোষকেই কটাক্ষ বিজেপি নেতা তথাগত রায়ের। সেই কটাক্ষ তিনি করেছেন আর জি করের আন্দোলন নিয়ে।
এই বিজেপি নেতা লেখেন, প্রত্যক্ষ রাজনীতির বাইরে গিয়ে দৃশ্যত এক নাগরিক আন্দোলনের চেহারা নিয়েছিল আন্দোলন। তবে সেই আন্দোলনকে ‘নাটক’ বলে কটাক্ষ করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রশ্ন তুলেছেন, “এত নাটক করে কী লাভ হল?”
উদ্দেশ্যপ্রণোদিত না বুদ্ধির অভাব ? না কি দুই-ই ?
আমার আর কিছু বলার নেই।
পূর্ব বর্ধমানের একটি কর্মসূচি থেকে দিলীপ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, ‘এত নাটক করে কী লাভ হল? যাঁরা বদলি হলেন, তাঁরা প্রোমোশন পেলেন। মোমবাতি জ্বেলে, তালি দিয়ে কী লাভ হল?’ তাঁর কথায়, ‘পেছন থেকে এই আন্দোলনকে যারা চালাচ্ছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য এসব নাটক করছেন না তো? রাত জাগো, প্যান্ডেল বানাও, চলো রাতের বেলা একটু বাতি জ্বালিয়ে ছবি তুলে চলে আসি, এইজন্য কি দেড় মাস ধরে বাংলার মানুষ কষ্ট পেল?’ আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকেই আন্দোলন করছিলেন জুনিয়র ডাক্তাররা। তাতে চলছিল কর্মবিরতি।