'তার হিন্দু নামের কারণে ঢাকায় পৈতৃক বাড়িতে ফিরে যাওয়ার কোনো অধিকার নেই'! অমর্ত্য সেনকে টার্গেট

অমর্ত্য সেনকে কটাক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
amartya

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় আক্রমণ করলেন অমর্ত্য সেনকে। তিনি লেখেন, 'ফ্রেডরিখ এ হায়েক, অর্থনীতিতে নোবেল অনুক্রমের অমর্ত্য সেনের পূর্বসূরি, তার ভোজসভার ভাষণে বলেছিলেন অর্থনৈতিক বিজ্ঞানে একটি স্বতন্ত্র অবদান রাখা একজন ব্যক্তিকে সমাজের সমস্ত সমস্যায় সর্বশক্তিমান হওয়ার কোনও কারণ নেই – যেহেতু সংবাদ মাধ্যম শেষ পর্যন্ত তার সাথে আচরণ করতে থাকে সে নিজেই বিশ্বাস করতে রাজি হতে পারে'। 

tathagataaagh.jpg

এখানেই শেষ নয়, তথাগত রায় আরো লেখেন, 'এটা অমর্ত্য সেনের সমস্যা। রাজনীতি তার ক্ষেত্র নয়। তার হিন্দু নামের কারণে ঢাকায় তার পৈতৃক বাড়িতে ফিরে যাওয়ার কোনো অধিকার নেই, কিন্তু হিন্দু রাষ্ট্রের কথা বলতে তার কোনো দ্বিধা নেই'।