তৃণমূলের গ্রামের নেতাদের প্রাণের কোনও মূল্য নেই, কটাক্ষ তথাগত রায়ের

এক সপ্তাহের মধ্যে তৃণমূলের দুই নেতা খুন হয়েছে। এই প্রসঙ্গে শুক্রবার টুইট করেন তথাগত রায়। তবে পরোক্ষে তিনি তৃণমূল কংগ্রেসের গ্রামের নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

author-image
Tamalika Chakraborty
New Update
tatha edit.jpg

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার বিকেলে টুইট করে তৃণমূলকে কটাক্ষ করলেন মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তিনি টুইট বার্তায় বলেন, গ্রামের তৃণমূল নেতাদের প্রাণের কোনও দাম নেই। চলতি এক সপ্তাহের মধ্যে তৃণমূলের দুই নেতা খুন হয়েছে। সেই প্রসঙ্গে তিনি এই টুইট করেছেন। 

শুক্রবার টুইটে তথাগত রায় লেখেন, 'তৃণমূলের এক গ্রামীণ নেতার সঙ্গে দেখা, সে পার্টি ছেড়ে দিয়েছে।  বলল, দাদা আমাদের প্রাণের কোনো মূল্য নেই। যদি মরে যাই তবে কার্যকরী সভাপতি একটা মালা দিয়েই আমার চেয়ারটায় বসে যাবে।  আর যদি কেস খাই তবে ছাগল বেচে উকিলের খরচ মেটাতে হবে। আমি যা করার করে নিয়েছি, এবার কেটে পড়ছি।'