নিজস্ব সংবাদদাতা: তথাগত রায় টুইট করে বলেন, "পশ্চিমবঙ্গে স্নাতকোত্তররা 'ডোম'-এর চাকরির জন্য প্রচুর পরিমাণে আবেদন করেছিলেন। ডোমের চাকরির যোগ্যতা ছিল 'অষ্টম শ্রেণি পাস'। ১৯৬৭ সালে কমিউনিস্টরা প্রথম ক্ষমতায় আসার আগে সারা ভারত থেকে চাকরির খোঁজে রাজ্যে ছুটে আসতেন মানুষ! কমিউনিস্টরা সুপরিকল্পিতভাবে কারখানায় শ্রমিক সমস্যাকে উসকে দিয়েছিলেন। তাদের শাসনের ৩৪ বছরে প্রায় ৬০,০০০ কারখানা বন্ধ করতে সক্ষম হয়েছিল।"