নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার টুইট করে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেন, 'পশ্চিমবঙ্গে বাঙালির অস্তিত্বের সঙ্কট কিন্তু হয়েই আছে, নতুন করে কিছু হবার নেই। এর মূল কারণ অর্থনৈতিক এবং মূল্যবোধের সঙ্কট। এই উপকারটি চৌত্রিশ বছর ধরে আমাদের বামপন্থী প্রভুরা করে গেছেন।আর বর্তমান আমলে ‘এপাং ওপাং ঝপাং’ গোছের কবিতাকে বাংলা সাহিত্যে স্থান দেওয়া হচ্ছে।ভয় পাবারই কথা।'