পশ্চিমবঙ্গে বাঙালিদের অস্তিত্বের সঙ্কট! এ কী বললেন তথাগত রায়

তথাগত রায় বলেন, পশ্চিমবঙ্গে বাঙালিদের সঙ্কট হয়েই আছে। নতুন করে এই সঙ্কট আলেনি। কাঠগোড়ায় তিনি তোলেন ৩৪ বছর ধরে রাজ্যে বামপন্থী রাজত্বের। পাশাপাশি তিনি তৃণমূল সরকারকেও এর জন্য দায়ী করেন।

author-image
Tamalika Chakraborty
New Update
Tathagata Roy

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার টুইট করে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেন, 'পশ্চিমবঙ্গে বাঙালির অস্তিত্বের সঙ্কট কিন্তু হয়েই আছে, নতুন করে কিছু হবার নেই। এর মূল  কারণ অর্থনৈতিক এবং মূল্যবোধের সঙ্কট। এই উপকারটি চৌত্রিশ বছর ধরে আমাদের বামপন্থী প্রভুরা করে গেছেন।আর বর্তমান আমলে ‘এপাং ওপাং ঝপাং’ গোছের কবিতাকে বাংলা সাহিত্যে স্থান দেওয়া হচ্ছে।ভয় পাবারই কথা।'