নিজস্ব সংবাদদাতা: প্রয়াত হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব রতন টাটা।আবেগপ্রবণ হয়ে বিশেষ পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়।
এই বিজেপি নেতা লেখেন, বিদায় রতন টাটা ! তোমার স্মৃতি তরুণ ভারতীয় শিল্পপতিদের কাছে প্রেরণা হয়ে জ্বলতে থাকুক!
আমরা ছোটবেলায় দেখতাম দেয়ালে কম্যুনিস্টরা লিখছে, “টাটা-বিড়লার কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও”।উত্তরে কংগ্রেস ছিল নিশ্চুপ। এই অন্তঃসারশূন্য স্লোগানবাজিই বাঙালি হিন্দুর মূল্যবোধ নষ্ট করেছে।
প্রবীণ শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান ইমেরিটাস রতন টাটা বুধবার মারা গেছেন। তার বয়স হয়েছিল 86 বছর। মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেকারন একটি বিবৃতিতে রতন টাটার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তাকে তার 'বন্ধু, পরামর্শদাতা এবং অনুপ্রেরণা' বলে অভিহিত করেছেন।
রতন টাটার অসাধারণ যাত্রা শুরু হয়েছিল 1991 সালে যখন তিনি অটোমোবাইল থেকে স্টিল পর্যন্ত বিভিন্ন শিল্পে বিস্তৃত টাটা গ্রুপের লাগাম গ্রহণ করেন। 1996 সালে, তিনি টাটা টেলি-সার্ভিসেস প্রতিষ্ঠা করেন এবং 2004 সালে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) সর্বজনীনভাবে তালিকাভুক্ত হন, যা কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে প্রমাণিত হয়।