নিজস্ব সংবাদদাতা: আর জি কর কাণ্ড নিয়ে আবার পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়।
তথাগত রায় লেখেন, 'নেটে পেলাম। R.G-এর প্রিন্সিপালকে পুনর্বহাল করার জন্য মানসিক, বিষাক্ত ঔদ্ধত্যের পরিমাণ লাগে। পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই সিএনএমসি-র প্রিন্সিপাল হিসেবে কার। যে ধরনের প্যাথলজিক্যাল অহংকার আপনাকে ভাবতে বাধ্য করে যে পশ্চিমবঙ্গ আপনার ব্যক্তিগত জায়গির, এবং এর নাগরিকরা আপনার দাস'।
তবে এরপরেই নেতা লেখেন, 'কিন্তু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দোষ দিতে পারি না। বাংলার সুশীল সমাজ, তার স্থানীয় বুদ্ধিজীবীরা, এর অনাবাসী বিশ্ব-প্রভাবকারীরা এবং এর বিরোধী দল সকলেই তাকে এই অহংকার, অধিকারের এই বিষাক্ত অনুভূতি থেকে দূরে সরে যেতে দিয়েছে, যে এটি এখন তার স্বাভাবিক অবস্থা হয়ে উঠেছে'। .
তথাগত রায়ের বার্তা, 'বাংলার সুশীল সমাজ, এর বুদ্ধিজীবীরা এবং এর অনাবাসী প্রভাবশালীরা সবাই তাদের বুট-চাটা সিকোফ্যান্সি এবং তাদের কম মন্দ বক্তৃতার মাধ্যমে এটিকে স্বাভাবিক করেছে। বাংলার বিরোধী দলগুলো তাদের চরম অযোগ্যতার মাধ্যমে তা করেছে'।
Received on the net
It takes a mind-boggling amount of pathological, toxic arrogance to reinstate the Principal of R.G. Kar as the Principal of CNMC within hours of his resignation. The kind of pathological arrogance that makes you think that West Bengal is your personal jagir,…