নিজস্ব সংবাদদাতা: গতকাল আমেরিকার ডেলাওয়ারে মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের বাড়িতে বসে কলকাতায় সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন কারখানা তৈরির বিষয়ে আলোচনা করলেন নরেন্দ্র মোদী। কোয়াড সম্মেলনের মধ্যেই হল সেই আলোচনা। কলকাতার বুকে প্রায় ৬০ হাজার কোটি টাকার বিদেশী বিনিয়োগে তৈরী হওয়া কারখানার জন্য দরকারি জমি Global Foundries-কে দিতেও প্রস্তুত হয়েছে রাজ্য সরকার। তবে এই নিয়ে রাজ্য সরকারকে ফের কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
এই বিজেপি নেতা লিখেছেন, "কলকাতার জন্য কিছু সেমিকন্ডাক্টর প্ল্যান্টের খবর চারিদিকে চলছে। ভাল। রাজ্য সরকার আরও ভালভাবে নিশ্চিত করুন যে এটি সিঙ্গুরে টাটা মোটরসের প্ল্যান্টের পরিণতি লাভ না করে। এছাড়াও পরিচালকদের তাদের কর্মী বাছাই করার ক্ষমতা রয়েছে এবং তৃণমূলের গুন্ডাদের নিতে বাধ্য করা হবে না"।
আসলে সিঙ্গুরের জমি আন্দোলনের মধ্যে দিয়েই রাজ্যের বিরোধী দলনেত্রী থেকে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।শাসক হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে সিঙ্গুরে টাটা যাওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা ও তৃণমূলকে দেওয়া হয় ‘শিল্প বিরোধী’ তকমা। তাই এই বিশেষ বার্তা এই বিজেপি নেতার।