সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ...বিশেষ পোস্ট করলেন এই বিজেপি নেতা!

কি লেখেন তিনি?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
india_subhas_chandra_bose_01-scaled

নিজস্ব সংবাদদাতা: আজ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। এই দিনে বিশেষ পোস্ট করলেন বিজেপি নেতা তথাগত রায়। 

তিনি লেখেন, আজ দেশগৌরব নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিনে তাঁকে প্রণাম ।

যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলীর কাছ থেকে ভারত স্বাধীনতা পেয়েছিল তিনিই ১৯৫৩ সালে কলকাতায় এসে সে সময়কার অস্থায়ী রাজ্যপাল ফণীভূষণ চক্রবর্তীকে বলে গিয়েছিলেন, ব্রিটিশের ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্তের পিছনে মোহনদাস গান্ধী ও তার আন্দোলনের ভূমিকা ছিল ‘minimal’ । 

তাহলে কিসের ভূমিকা ছিল প্রধান? 

আজ দিনের আলোর মত স্পষ্ট, নেতাজি সুভাষচন্দ্রের আজাদ হিন্দ ফৌজ ও তার পরে মুম্বাইয়ের নৌবিদ্রোহ ভারতীয় সেনাদের উপর ব্রিটিশের বিশ্বাসই টলিয়ে দিয়েছিল । এইজন্যই ব্রিটিশ শেষপর্যন্ত ভারত ছেড়ে যেতে মনস্থ করে ।