ডাইনোসরের ডিমকেও এই ব্যাপারে ছাড়িয়ে গেলেন কালীঘাটের কাকু! তীব্র কটাক্ষ

শিক্ষক নিয়োগে দুর্নীতিকাণ্ডের সঙ্গে নাম জড়িয়েছে কালীঘাটের কাকুরও।

author-image
SWETA MITRA
New Update
KALIGHATER KAKU.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা এখনও সংগ্রহ করতে ব্যর্থ ইডি (ED)। আর এই নিয়ে বাড়ছে উত্তেজনা। এরই মাঝে ফের একবার আসরে নামলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। আজ সোমবার তিনি এক টুইট বার্তায় বলেন, ‘আমরা জানতাম ডাইনোসরের ডিম জোগাড় করা খুব কঠিন। এখন দেখছি তাকেও ছাড়িয়ে গেছে কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা জোগাড়। কেন! কারণ চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি পাথর চুরি, গরু পাচার, সোনা পাচার, মেয়ে পাচার ! এত চোর এত চোর এত চোর!’