'হিন্দু নিজের ধর্মগ্রন্থ জীবনেও পড়েনি, মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ধর্ম নিকৃষ্ট আর ইসলাম সর্বশ্রেষ্ঠ'! হিন্দু-মুসলিম খোঁটা BJP নেতার

ফের হিন্দু-মুসলিম নিয়ে পোস্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
d

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় হিন্দু-মুসলিম নিয়ে করলেন বিশেষ টুইট। 

তিনি লেখেন, মুসলিম নিজের ধর্ম নিয়ে #গর্বিত হয়, হিন্দু নিজের ধর্ম নিয়ে #লজ্জিত হয়। 

মুসলিম অমুসলিমকে নিজের ধর্মে #কনভার্ট করার চেষ্টা করে,  হিন্দু নিজের ধর্ম ছেড়ে অহিন্দুর ধর্মে #ঝোঁকার চেষ্টা করে। 

মুসলিম নিজের ধর্মের ভালো দিকগুলো প্রচার করে #শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে,  হিন্দু নিজের ধর্মের খুঁত বের করে #উপহাস করার চেষ্টা করে। 

ইসলামের সমালোচনা হলে মুসলিম সেই সমালোচকের #মাথারদাম ঘোষণা করে,  হিন্দুধর্মের সমালোচনা হলে হিন্দুরা #আগ্রহ নিয়ে শুনতে যায়।

#৫৭টা দেশ মুসলিম রাষ্ট্র হলে মুসলিমরা আনন্দের সাথে #সমর্থন জানায়, #১টা দেশ হিন্দুরাষ্ট্র হতে চাইলে হিন্দুরা সব বেকারের চাকরি হবে কিনা জানতে চেয়ে #বিরোধীতা করে। 

মুসলিম ছোটো থেকে বাধ্যতামূলকভাবে নিজের ধর্মগ্রন্থ পড়ে, নিজের ধর্ম কেন শ্রেষ্ঠ অন্যান্য ধর্ম কেন #নিকৃষ্ট সেই নিয়ে তার পরিস্কার ধারণা আছে। 
বেশিরভাগ হিন্দু নিজের ধর্মগ্রন্থ জীবনেও পড়েনি, এদিকে তার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে তার ধর্ম নিকৃষ্ট আর ইসলাম #সর্বশ্রেষ্ঠ।
     শুনতে খারাপ লাগলেও কথাগুলো #অকপট সত্যি।