'একজন প্রতিবন্ধী'! হিন্দু ধর্ম নিয়ে ঠিক কাকে খোঁচা দিলেন এই বিজেপি নেতা?

বিজেপি নেতা তথাগত রায় করলেন এক বিশেষ পোস্ট।

author-image
Anusmita Bhattacharya
New Update
tathagata roy

নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় এবার হিন্দু ধর্ম নিয়ে বড় দাবি করলেন। গতকাল থেকে সংসদে রাহুল গান্ধীর হিন্দুত্ব নিয়ে বক্তব্যকে ঘিরে শোরগোল শুরু হয়েছে রাজনীতিতে। বিরোধীরা আক্রমণ করছেন এই কংগ্রেস সাংসদকে। 

d

তথাগত রায় লেখেন, 'হিন্দু ধর্ম ঠিক দুটি আবরণের মধ্যে নিহিত নয়। যুগে যুগে সাংখ্য, পতঞ্জল, বৈশেষিক, মীমাংসা প্রভৃতি গ্রন্থ এবং আচার্যদের মত শঙ্কর, রামানুজ, মাধব, নিম্বার্ক, ইত্যাদি, রাধাকৃষ্ণন এবং স্বামী বিবেকানন্দ পর্যন্ত এর সারমর্ম উপলব্ধি করতে বেদনাপ্রাপ্ত হয়েছে। এমনকি প্রয়োজনীয় গ্রন্থ, প্রস্থান-ত্রয়, উপনিষদ, ভগবদ্গীতা এবং ব্রহ্মসূত্র আমাদের অধিকাংশের বোঝার বাইরে। এখন হঠাৎ একজন প্রতিবন্ধী এই বিশাল সচ্চিদানন্দ-সাগর যাত্রা করার জন্য নৌকা খুঁজে পেয়েছেন এবং সমস্ত গুরুত্বের সাথে ঘোষণা করেছেন যে, এর মূলে রয়েছে অহিংস নামক কিছু ছদ্ম-দর্শন! মূর্খরা সেখানে ছুটে যায় যেখানে ফেরেশতারা পদদলিত করতে ভয় পায়'।